বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সংগঠক ও দর্শকপ্রিয় চলচ্চিত্র পরিচালক নাজমুল হুদা মিন্টু আর নেই (ইন্নালিলাহে.....রাজেউন)। পরিচালক সমিতির পক্ষ থেকে অপূর্ব রানা এ খবরটি নিশ্চিত করেছেন। দুপুর ২টা ১০ মিনিটে পরিচালক রানা জানান, লন্ডনে নাজমুল হুদা মিন্টু ভাইয়ের চিকিৎসা চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল আগে ওঁর মেয়ে নুসরাত তার মৃত্যুর সংবাদটি আমাদের জানিয়েছেন। তিনি জানান যে, ব্রেইন স্ট্রোকে তিনি লন্ডনের একটি হাসপাতালে গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছেন। পরিচালক সমিতির ১৯৮৯-৯০ সালের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৪২ সালের ৫ই ডিসেম্বর তিনি নওগাঁ জেলার শান্তাহারে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্ত্রী, এক ছেলে নাদিম ও এক মেয়ে নুসরাতকে মৃত্যুর আগে রেখে যান তিনি। ওঁর ছেলে ও মেয়ে লন্ডনেই স্থায়ী। নাজমুল হুদা মিন্টু পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সূর্য ওঠার আগে’, ‘চৌধুরী বাড়ি’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ¦ালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’ এবং ‘ভালোবাসার মানুষ’ নামে একটি নির্মানাধীন ছবি ছিল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, প্রদর্শক সমিতিসহ চলচ্চিত্রের সংশ্লিষ্ট সকল সংগঠন মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।