নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গনে মঙ্গলবার সকালে স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আত্রাই, নওগাঁর উদ্যেগ্যে বিনামূল্যে প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি ভ্যান-০৮ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাহাগোল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,আত্রাই, নওগাঁর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি,এম, কামরুজ্জামান,কনসালট্যান্ট ফিজিওথেরাপি মোঃ আসাদুজ্জামান,থেরাপি সহকারী নুরুন ন্নাহার, টেকনিশিয়ান-২ জিয়াউর রহমান,অঃসঃকাঃঅ রবিউল ইসলাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও চ্যানেল সিক্স বাংলা নওগাঁ জেলা প্রতিনিধি একেএম কামাল উদ্দিন টগর, ইউপি সচিব আলী- আল এফতেখার সেবু, ইউপি সদস্য আবদুল মজিদ মল্লিক, ইউপি সদস্য শফিকুল ইসলামসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। ২দিন ব্যাপী বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও সকল বয়সের প্রতিবন্ধীদের বিনা মূল্যে মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।
সেবা গুলোর মধ্যে রয়েছে - ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কান ও চোখের পরীক্ষা, অটিজম, এনডিডি,বুদ্ধি প্রতিবন্ধীসহ অবিভাবকদের কাউন্সিলিং, রেফারেল সার্ভিস এর মাধ্যমে স্বাস্থ্য সেবা কেন্দ্রে পাঠানো, সহায়ক উপকরণ ব্যবহার, প্রশিক্ষণ ও বিতরণ, প্রতিবন্ধিতা সংক্রান্ত অন্য সেবা দান এবং গণসচেতনতা।বড় কাভার্ড ভ্যানে অত্যাধূনিক যন্ত্রপাতি সংযোজন করে প্রতিবন্ধীদের জন্য এ মোবাইল থেরাপি ভ্যান তৈরি চালু করা হয়েছে।
ভ্যানে থরোপি সবো দতিে ছোটখাটো বভিন্নি যন্ত্রপাতসিহ ১৮টি গুরুত্বর্পূণ যন্ত্রপাতি রয়ছে।ে
যন্ত্রপাতরি মধ্যে অডওিমটিার, রটেনিোস্কোপ, ইনফ্রা রডে রডেয়িশেন, ইনটার ফরেনেশয়িাল থরোপ,টন্সে অ্যান্ড ভাইব্রটের মশেনি, র্শট ওয়বে ডায়াথারম,ি আলট্রা সাউন্ড থরোপ, ব্লাড প্রসোর মশেনি ও স্টথেোস্কোপ, গনওিমটিার অ্যান্ড রফ্লিক্সে হমোর, পরোফনি ওয়াক্স বাথ, ডজিটিাল ট্রাকশন উইথ থরোপি টবেলি, ফোলডবেল হুইল চয়োর, ট্রায়াল লন্সে সটে, ভশিন বক্স, ইএনটি সটে, ফাস্ট এইড বক্স, এক্সরে ভউি বক্স ও অক্সজিনে সলিন্ডিার উল্লখেযোগ্য।
এছাড়াও অত্যাধুনকি এ মোবাইল থরোপি ভ্যানে মাল্টমিডিয়িা ও প্রজক্টের, এয়ার কন্ডশিন, সোলার প্যানলে, পাওয়ার জনোরটের, হাইড্রোলকি লফ্টি, তাঁবু, ল্যাপটপ, প্রন্টিার, ইন্টারনটে এবং অগ্ননির্বিাপণরে ব্যবস্থা রয়ছে।
মোবাইল থরোপি ভ্যানগুলো সারাদশেে ঘুরে ঘুরে প্রতবিন্ধীদরে সবো দবিে উল্লখে করে প্রধানমন্ত্রী বলনে, আরও ১৪টি ভ্যান চালু করা হব।