নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক প্রধান অতিথি ছিলেন।
এ উপলক্ষে পরিষদের হলরুমে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামে গত সোমবার দুপুরে একদল শিয়ালের আক্রমণে পাঁচ নারীসহ সাতজন আহত হন। কিন্তু মান্দা হাসপাতালে ভ্যাকসিন না থাকায় আক্রান্তরা বিপাকে পড়েন। এ ঘটনা অবহিত হয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন তহবিল হতে দুই লাখ টাকার জলাতঙ্ক রোগের ভ্যাকসিন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহা. ইমাজ উদ্দিন প্রাামনিক আনুষ্ঠানিকভাবে মান্দা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।