নওগাঁঁর ধামইরহাটে মাদক বিক্রির দায়ের দুই ঔষুধ ব্যবসায়ীর দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, মাদক বিরোধী অভিযানে ধামইরহাট থানার কর্মকর্তা ইনচার্জ মো. শামীম হাসান সরদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ধামইরহাট হাসপাতালের সামনে দুইটি ঔষুধ দোকান মালিককে আটক করা হয়। মিতু ফার্মেসীর মালিক ও মাদকের মামলায় একাধিকবার কারাবাসকৃত বিতর্কিত ঔষুধ ব্যবসায়ী দক্ষিন চকযদু গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মতিবুল ইসলাম (৪৮) ও অপর ব্যবসায়ী রঘুনাথপুর গ্রাামের মোসলেম উদ্দিনের ছেলে রোস্তম আলী যুব সমাজ ও তরুন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে নেশা ও মাদক জাতীয় দ্রব্য বিক্রয় ও টাপেন্টা ও পেন্টাডল জাতীয় ঔষুধ বিনা প্রেসক্রিপশনে দেদারসে বিক্রি করে আসছিল। আটককৃতদের ১৩ ফেব্রুয়ারী রাত ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় ভ্রাম্যমান আদালতে তাদের উভয়কে পৃথকভাবে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।