নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় লটারীর মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পল্লী উন্নয়ন কর্মসংস্থান ও সড়ক রক্ষনা-বেক্ষন কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পে ১০ জন কর্মীকে চুরান্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে লটারী অনুষ্ঠিত হলে এতে ২৮ জন অংশগ্রহণ করে। এর মধ্য থেকে লটারীর মাধ্যমে ১০জনকে চুরান্ত করা হয়েছে।এসময় রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল,কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,রাণীনগর উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়া,উপসহকারী প্রকৌশলী মকলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী নওগাঁ দপ্তরের প্রতিনিধি কামরুল ইসলাম,কমিউনিটি অর্গানাইজার (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত) আমনুল ইসলাম,পরিষদের মহিলা মেম্বার হাফিজা চৌধুরী,শহিদুজ্জামান রুবিন প্রমূখ উপস্থিত ছিলেন।