করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৫০ অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ নৃত্যাঙ্গন একাডেমি। সোমবার সকালে খরমপট্টিতে জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সির সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেকের হাতে চাউল, আলু, ডাল, তেল ও সাবানের প্যাকেট তুলে দেওয়া হয়।
কিশোরগঞ্জ নৃত্যাঙ্গন একাডেমির আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি সিভিল সার্জন ডাঃ এটিএম শহীদুল্লাহ্, কিশোরগঞ্জ নৃত্যাঙ্গান একাডেমির পরিচালক সুব্রত দে টুনটুন, টিভিএস এর সিনিয়র এক্সিকিউটিভ এডমিন মুক্তি মাহমুদ, হুমায়ুন কবির, রাইসা তাবাসসুম রোজ, তানিয়া ইসলাম প্রমুখ।
জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। কিশোরগঞ্জের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আমাদের এই উদ্যোগ। আমাদের এই কার্যক্রম দেখে সমাজের বিত্তবানরা কর্মহীন মানুষের সাহায্যে যেন এগিয়ে আসে এ প্রত্যাশা আমাদের।