করোনা ভাইরাস থেকে সচেতনতার লক্ষে কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মদের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তরুণ আলেম প্রজন্ম, কিশোরগঞ্জের উদ্যোগে ও সচেতন কিশোরগঞ্জবাসীর সহযোগিতায় করোনা ভাইরাস থেকে সচেতনতা এবং এর থেকে পরিত্রাণের মাসনূন দোয়া সম্বলিত ব্যানার কিশোরগঞ্জ শহরের মসজিদসহ বিভিন্ন স্থানে সাটিয়ে দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে উপকারীমূলক এবং করোনা ভাইরাসসহ অন্যন্য রোগব্যাধি থেকে মুক্তির লক্ষে নানা মাসনুন দোয়া সম্বলিত প্রায় বিশ হাজার পকেট হ্যান্ডবিল জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। তরুণ আলেম প্রজন্ম মাও. আনিছুর রহমান,মুফতি ইলিয়াস ক্বাসেমি,মুফতি আব্দুল্লাহ সাদেক, মাও. আবদুল কাইয়ুম, মুফতি আল আমিন, মাও. নাজমুল, মাও. কে এম নাজিমুদ্দিন জানান, কিশোরগঞ্জ শহরের মসজিদসহ বিভিন্ন স্থানে ব্যনার সাটিয়ে দেওয়া হয়েছে এবং করোনা ভাইরাসসহ অন্যন্য রোগব্যাধি থেকে মুক্তির লক্ষে নানা মাসনুন দোয়া সম্বলিত প্রায় বিশ হাজার পকেট হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। করোনা সচেতনতায় কোয়ারান্টাইনে থাকার জন্য পরামর্শ প্রদান করে যাচ্ছি। করোনা দুর্যোগে দরিদ্রদের সহায়তার জন্য খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমাদের জনকল্যাণমুখী আরো কিছু কাজ বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছি।