প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিশোরগঞ্জ সদরে কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া অব্যাহত রয়েছে। জনসমাগম না করে সামাজিক দূরত্ব যথাসম্ভব বজায় রেখে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার চতুর্থ দিনের মত দরিদ্র-দুস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। জেলা সদরের চৌদ্দশত ও বিন্নাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ টি মাস্ক প্যাকেট করে প্যাকেজ পদ্ধতিতে বিতরণ করা হয়।
এ কার্যক্রমে অংশ নেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আহমেদ, চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান এবি ছিদ্দিক খোকা, ইউপি সচিবগণ, করোনা প্রতিরোধ কমিটির সদস্যগণ, ট্যাগ অফিসারবৃন্দ।