বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ টিম করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে উপজেলা সদরের বিভিন্ন স্থানে প্রচারাভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলনের নেতৃত্বে সেনা ও পুলিশ টিম উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিয়ে হাটুরেদের বাড়ী ফিরে যাবার আহ্বান জানান। করোনাভাইরাস মোবাকিলায় ঘরে থাককে উদ্বুদ্ধ করেন।
‘বিদেশ ফেরত এলাম যারা-কোয়ারেন্টাইন থাকবো তারা, জাগাও চেতনা জাগাও বোধ-করবো করোনা প্রতিরোধ’ সামাজিক দুরত্ব বজায় রেখে নিজে বাচুন ও অন্যকে ভাল থাকতে দিন এমন প্রচার চালানো হয়।
তারা জানিয়ে দেন যে, সকলকে বাড়ী থাকতে হবে এবং এজন্য বৃহস্পতিবার থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রচারাভিযানে অংশ নেন।