কুমিল্লার নাঙ্গলকোটে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণরোধে উপজেলা প্রশাসন ও কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ানের যৌথ বিশেষ অভিযানে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মান্নারা গ্রামে এক প্রবাসীর বিবাহ পন্ড করে কনের পিতা থেকে মুচলেকা নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। বর উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের মৃত আবদুর রবের ছেলে মালয়শিয়া প্রবাসী মো: নাহিদ। এ সময় উপজেলার বাগমারা, শ্রীহাস্য, জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ ও মান্নারা বাজারে অভিযান চালানো হয়। বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা মূলক নানান দিকনিদের্শনা দেয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে মাস্ক, সেফটি হাত মোজা ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস, সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত, নাঙ্গলকোট থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার ও সেনা এবং পুলিশ সদস্যরা।