সোমবার সকালে তাবলীগ জামাতের সমাবেশ না করার জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারীর পর নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাবলীগের দুই জামাতের ২ হাজার টাকা করে জরিমানা ও ১৬ দিন করে কোয়ারেন্টাইনের আদেশ দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট অণিক চৌধুরী জানান, রাজশাহী থেকে আসা ১০ জনের একটি জামাত উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর মাদ্রাসা মসজিদে এবং দিনাজপুর থেকে আসা ১৭ জনের অপর একটি জামাত সারতা ইটাপুকুর মসজিদে অবস্থান করছিল। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে জোয়ানপুর চকগৌরী ওয়াক্তিয়া মসজিদে ও ইটাপুর হাফেজীয়া নূরাণী মাদ্রাসায় ১৬ দিন করে কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেয়া হয়।