কুমিল্লার হোমনায় আগুন লেগে পঁচিশটি দোকান পুড়ে তিয়াত্তর লাখ নব্বই হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চান্দেরচর ইউনিয়নের নাগেরচর সিতারামপুর বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ভুল পথে চলে গেলে তাদের সহায়তা ছাড়াই স্থানীয়রা শ্যালো ইঞ্জিনের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে অন্তত পঁচিশটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম জানান, ‘ঘটনা শুনেই তাৎক্ষণিক সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছি। এতে পঁচিশটি দোকান পুড়ে তিয়াত্তর লাখ নব্বই হাজার টাকার ক্ষতি সাধিত হওয়ার তথ্য পাওয়া গেছে। একটি ফার্মেসী থেকে সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।’