বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীর স্থায়ী বাসিন্দা আরিফ মো: আব্দুস শাকুর চৌধুরী সুমন বর্তমান তিনি ঢাকা বনানীতে সদাগর ডট কম নামে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারী একটি অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্টান গড়ে তুলে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পন্য সরবরাহ করে আসছে।
কিন্তু বর্তমান সারাদেশের মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত ও দেশের অর্থনীতি পরিস্থিতি দেখে বিপাকে পড়া হতদরিদ্র, মধ্যবিত্ত এই মানুষগুলো চিন্তিত। করোনা সতর্কতায় যখন লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে এবার ঈদ হবে ? ঈদ দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই সেই সময়ে ঈদের উপহার হিসেবে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেয় সদাগর ডট কম। তার ধারাবাহিকতায় রবিবার সকালে তার নিজ জম্ম স্থান সান্তাহার পৌর শহরের বিভিন্ন মহল্লায় আরোও ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, মানবিক আবেদনে সাড়া দিয়ে সদাগর ডট কম বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় ৩ হাজার পরিবার কে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ প্যাকেট কয়েলসহ নিত্য পণ্য বিনা মূল্যে দিয়েছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমন্ডিসহ বগুড়া, দুপচাচিয়া, সান্তাহার, নওগাঁ, রাজশাহীসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে বলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ মো: আব্দুস শাকুর চৌধুরী সুমন জানান।