ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথীয়া গ্রামে কোকের মধ্যে ঘুমের ট্যাবলেট খাওয়ায়ে পরিবারের সবাই কে অচেতন করে শোকেচের তালা ভেঙ্গে স্বর্ণলংকারও নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে কলেজ পড়-য়া এক ছাত্র। মনোতষ কুমার জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ফুটবল খেলা দেখার জন্য শৈলকুপার নতুন ভুক্ত মালিথীয়া গ্রামের মনোতষ কুমারের ঘরে ১ বোতল কোক নিয়ে প্রতিবেশি রতন কুমার মন্ডলের কলেজ পড়-য়া ছেলে প্রসেনজিৎ কুমার ( ভোলা) প্রবেশ করে বাড়ির মালিক মনোতষ কুমার ও তার ¯ী¿ লক্ষী রানী কে খাওয়ায়। পানি জাতীয় কোক খাওয়ার কিছু সময় পরে তারা স্বামী স্ত্রী দুই জন ঘুমে অচেতন হয়ে গেলে শোকেচের তালা ভেঙ্গে স্বর্ণলংকারও নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। লক্ষী রানী সকালে ঘুম থেকে উঠে দেখে শোকেচের তালা ভেঙ্গে চোরেরা তার গয়না চুরি করে নিয়ে গেছে । পরে মালিথীয়া পুলিশ ক্যাম্পে লিখিত ভাবে জানালে ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত কুমার এসে প্রসেনজিৎ কুমার ( ভোলা) কে আটক করে চুরি হওয়া স্বর্ণলংকার উদ্ধার করে। এ ব্যাপারে ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত কুমার জানান বাদী মামলা না করার কারণে তাকে ছেড়ে দিয়েছি।