মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় পার্বতীপুরে তাল বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। রংপুর বিভাগের ৮ জেলার প্রতিটি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এতে সংযুক্ত থেকে পার্বতীপুর উপজেলা পরিষদ সড়কে তাল বীজ রোপন করে পার্বতীপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু ও অফিস সহকারি মোঃ রাসেল মন্টু প্রমুখ।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী বলেন, সাম্প্রতিককালে দেশে বজ্রপাতের মাত্রা আশংকাজনক পর্যায়ে বেড়ে গেছে। বজ্রপাতের ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার তাল বীজ রোপন করা হবে। দিনাজপুরের ১৩ উপজেলায় ১৩ হাজার ৫শ’ তাল বীজ রোপন করা হচ্ছে। দিনাজপুর জেলায় আজকের তাল বীজ রোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।