কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত দলিত শ্রেণির অসহায় বিধবা নারী মনি রবিদাসের (৫৫) চিকিৎসার জন্য প্রবাসী ও বিভিন্ন জনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র পক্ষ থেকে বৃহস্পতিবার নগদ চৌদ্দ হাজার টাকা, চাল, তেল, নুন, সাবান, ডিম, ফল, কিছু সবজি ও শাড়ী প্রদান করা হয়েছে। উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে নগদ টাকা ও অন্যান্য সামগ্রী তুলে দেন রক্তদান সমিতি'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম। এ সময় উপস্থিত ছিলেন রেঁনেসা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাদেক হোসেন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আওয়াল, গিয়াস উদ্দিন, কাজী রইছ উদ্দিন, মইন উদ্দিন, আবদুল হাসিম, আনোয়ার হোসেন সানা উল্লাহ, রক্তদান সমিতি'র স্বেচ্ছাসেবক ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, আনিসুর রহমান হানিফ, মোস্তাফিজুর রহমান রাব্বুল, মাহফুজ আহমেদ, শাহীন আহমেদ, আমানুল ইসলাম চন্দন, শাকিল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য এক মাস আগে মনি রবিদাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অর্থ সংকটের কারণে তাকে সপ্তাহ খানেক আগে বাড়িতে আনা হয়েছে। এখনো তিনি পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে পাননি।
তার মেয়ে টুনি রবিদাস জানান, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার কোন ভাই নেই। ছোট বোনটিও প্রতিবন্ধী। অতিকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে।
রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাঁর চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান অসহায় বিধবা নারীকে একটি ঘর ও টয়লেটের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রদান করেছেন।