কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে অসহায় নারী-পুরুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালি মন্দির প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণের আয়োজন করে উপজেলা পুজা উদযাপন পরিষদ।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হোসেনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান, পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অমল চন্দ্র দেব জগাই, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগের ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক তাপস দেবনাথ, হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালি মন্দিরের কোষাধ্যক্ষ তাপস বনিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।