ভৈরবে আটককৃত মাদক বিক্রির অভিযোগে এসআই দেলোয়ার হোসেন ও কনষ্টেবল মামুন সহ ২ পুলিশ সদস্য কে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে কো¬জড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ স্বাক্ষরিত এক আদেশে ওই ২ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে কেøাজড করা হয়েছে বলে ভৈরব থানার ওসি মোঃ শাহিন নিশ্চিত করেছেন। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ কার্যালয়ে তলব করা হয়েছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, বুধবার ভৈরব থানার এসআই দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে ঢাকাণ্ডসিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্ত থেকে বাসে তল্লাশী করে মাদক (গাজাঁ) আটক করে জব্দ না দেখিয়ে শহরের আমলা পাড়ায় আটককৃত মাদক বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি জেলা পুলিশ সুপার মাসুকুর রহমান খালেদ জানতে পেরে ২ জনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড ও ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে তলব করে।
ভৈরব থানার ওসি মোঃ শাহিন ২ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন।