অবৈধভাবে বাংলাদেশে বসবাস করার অপরাধে ভৈরবে লাইব্রেরিয়ান ও নাইজেরিয়ানের ২ বিদেশি নাগরিককে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুএবার রাতে আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ১৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানায়,ক্যাম্পের টহল টিম টহলকালে কমলপুর বাস স্ট্যান্ড এলাকায় ০২ জন বিদেশী নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন টহল টিমের সহায়তায় বিদেশী নাগরিক 1. Dirus Nyumah Snyder (26), 2. Sunkanmi ocsursemilusi (28) সহ ২ জনকে আটক করে। আটককৃত বিদেশী নাগরিকদের পরিচয় জানতে চাইলে ১ জন লাইবেরিয়ান ও ১ জন নাইজেরিয়ান নাগরিক বলে জানায় ।কিন্তু তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি।