কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাঁও মাইজপাড়া গ্রামে গত রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে, এনাম উদ্দিন, কুতুব উদ্দিন সহ কয়েক জন পিতা- মৃত মনু মিয়ার ছেলে মোঃ ইসলাম উদ্দিনের একটি দুচালা টিনের ঘর পুড়িয়ে দিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এর দুই দিন আগে এনাম উদ্দিন তার লোক জন ১০-১৫টি কলা গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এনাম উদ্দিন দাবী করেন, কে বা কাহারা ইসলাম উদ্দিনের ঘর পুড়িয়ে দিয়েছে তা তিনি অবগত নন। এবিষয়ে মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে গত কাল দুপুরে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।