পটুয়াখালীর বাউফলের স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক চিফহুইপ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান সমুহের সভাপতি স্থানীয় সাংসদ আলহাজ আ.স.ম ফিরোজ এমপি। শনিবার (১৬জানুয়ারী) সকাল ১০টায় বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আ.স.ম ফিরোজ এমপি বলেন, শিক্ষক হচ্ছে জাঁতি গঠনের কারিগর। শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে স্মরন কালের উন্নয়ন হয়েছে। শিক্ষকদের সম্মান ও সম্মানী বেড়ে দ্বিগুন ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারের ডিজিটাল ব্যবস্থাপনার কারণে মহামারী করোনাকালীন সময়ও অনলাইন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে সক্ষম হয়েছে। আল্লাহর অসীম রহমতে একমাত্র শেখ হাসিনা সরকারে আছে বলে দেশের অর্থনৈতিক কাঠামো এখনো ঠিক ঠাক ভাবে চলছে। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান, বাউফল উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিচুর রহমান বালি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বাউফল পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি এড. কামাল হোসেন বিশ্বাষ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্ধ প্রমুখ।