পটুয়াখালীর বাউফলে অবৈধ যানবাহন বন্ধের দাবীতে আয়োজিত কর্মসূচীতে উপজেলার কয়েকটি অবৈধ ক্লিনিকের বিজ্ঞাপনী ব্যানার ব্যবহার করার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। সোমবার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কুন্ডপট্টি সড়কে অবৈধ ট্রলি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচীর প্রতিটি ব্যানার স্থানীয় কয়েকটি বাণিজ্যিক ক্লিনিকের সৌজন্যে দেয়া হয়েছে। সেবা ডায়াগনোষ্টিক সেন্টার,কথামনি, গ্রীণ ল্যাব ও হেলথ কেয়ার ক্লিনিকের নামে ওই ব্যানার সরবরাহ করা হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওই ক্লিনিকগুলোর বৈধ কোন কাগজপত্র নেই। প্রশাসনের নাকের ডগায় কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় ক্লিনিকগুলোর কার্যক্রম চলছে।
অবৈধ ক্লিনিকে সেবা নিতে গিয়ে কতৃপক্ষের অবহেলায় একাধিক প্রসূতির মৃত্যু হয়েছে। এসব ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারের অবৈধ বাণিজ্য নিয়ে ইতোমধ্যে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। সোমবার অবৈধ যানবাহন বন্ধের দাবীতে আয়োজিত কর্মসূচীতে ওই সব অবৈধ ক্লিনিকের আর্থিক সহায়তা থাকায় উপস্থিত অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হয়েছে। নিজেদের অপকর্ম জায়েজ করার জন্যই অবৈধ ক্লিনিক কতৃপক্ষ ওই কর্মসূচীতে আর্থিক সহায়তা দিয়েছে। জনসাধারনের নিরাপত্তার স্বার্থে অবৈধ ট্রলি চলাচলের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়ার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।