১৭মার্চ বুধবার কুড়িগ্রামের রাজারহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের পক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান, থানা পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা ছাত্রলীগ, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জাতিরজনকের জিবনী নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপজেরা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ মো: রাজু সরকার, বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মো: জোবায়দুল ইসলাম, উপজেলা স¦াস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, কৃষি কর্মকর্তা শম্পা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, উপজেলা সমবায় কর্মকর্তা শাহআলম, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চাষী আবদুস ছালাম মাষ্টার,জেলা পরিষদ সদস্য আবদুস ছালাম, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এদিকে দিবসটি উপলক্ষে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নূরে তাসনিম। অপরদিকে দিবসটি উপলক্ষে দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বিশেষ খাবার সরবরাহ করা হয়।