নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহে ৪০জন শিশু কিশোর ও ২৫ জন গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স তাদের নিজস্ব হলরুমে এ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রায়হান বারী, আর এমও ডা. তপন কুমার রায়, মেডিকেল কর্মকর্তা ডা. তৃতীয়া সরকার উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে ৪০জন শিশু কিশোর ও ২৫ জন গর্ভবতী নারীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া হয়। সেই সাথে গর্ভবতী নারীদের এএনসি পুষ্টি বিষয়ক বিশেষ কাউন্সিলিং প্রদান করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ মার্চ) ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু হয়। স্বাস্থ বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আগামী ২৯ মার্চ সপ্তাহের শেষ হবে।