পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য সরবরাহ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ- টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নিয়মিত সার্ভিল্যান্স অভিযানের অংশ হিসেবে ৫ মে বুধবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৩টি অনুমোদনবিহীন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও মুড়ি প্রস্তুত করায় গাড়ীদহ এলাকার যথাক্রমে মেসার্স যমুনা এগ্রো ফুড প্রোডাক্টস ও মেসার্স সততা মুড়ি তৈরী এবং শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স সাউদিয়া ডেইরী এ- ফুড প্রোডাক্টস সিএম লাইসেন্স নবায়ন না করে বিস্কুট, পাউরুটি ও লাচ্ছা সেমাই বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার সত্যতা পাওয়ায় গাড়ীদহ এলাকার মেসার্স যমুনা এগ্রো ফুড প্রোডাক্টস ও মেসার্স সততা মুড়ি মিলের বিরুদ্ধে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ- টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ এর ২১ ধারা মোতাবেক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং মেসার্স সাউদিয়া ডেইরী এ- ফুড প্রোডাক্টস এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অভিযানকালে সহযোগিতা করেন, বিএসটিআই বগুড়ার সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী।
এ ব্যাপারে বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, উপর্যুক্ত অনুমোদনহীন পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত যে রায় দেবেন তাহাই কার্যকর করা হবে।