নীলফামারীর ডিমলায় নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্দেশনায় ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হামার ডিমলা’ ফেসবুক গ্রুপের আয়োজনে, সাদাফ রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ও রংপুর তালুদার হসপিটালের সৌজনে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির আনুষ্টানিক উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হামার ডিমলা ফেসবুক গ্রুপের এডমিন সাইয়েন কাদির সরকার কানন। এ সময় নীলফামারী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন ও জেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চয়ন হোসেন সরকার উপস্থিত ছিলেন।
হামার ডিমলা ফেসবুক গ্রুপের এডমিন সাইয়েন কাদির সরকার কানন বলেন, আজ থেকে ডিমলা উপজেলার প্রতিটি মাধ্যমিক পর্যায়ে সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং এর উদ্বোধন করা হলো।