মহামারি করোনার প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা পৌর শহর এলাকায় আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর বিধিনিশেধ জারি করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৬টা থেকে (২১ জুন থেকে ২৭ জুন) এই সাত দিন এই বিধি নিশেধ জারি থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা, এই সময়ে মধ্যে কোন অভ্যান্তরিন ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই ছাড়াও মার্কেট-বিপনী বিতান, মুদি দোকানসহ টি স্টল বন্ধের আওতায় আসবে। এছাড়াও শহরের অটোবাইক, রিক্স সম্পন্ন বন্ধ থাকবে।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার এই সময়ে আগে আমাদের জীবন বাঁচাতে হবে, পরে অন্যকিছু।
তিনি বলেন, জেলাকে করোনা মুক্ত এবং নিরাপদ রাখতে সকলকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে। মানতে হবে সরকারি দেওয়া সকল স্বাস্থ্য বিধি।
সাত দিনের কঠোর বিধি নিশেধের বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বিনা কারণে কাউকেই আমরা বের হতে দেবোনা।
তিনি আরো বলেন, শহরের প্রবেশের সকল মুখে পুলিশের কঠোর নজর দাড়ি মধ্যে থাকবে। আমরা চাই নিজেদের স্বাস্থের কথা বিবেচনা করে সকল নাগরিক আমাদের সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের ২৬৩টি নমূনা পরীক্ষার মধ্যে ১০১টি করোনা পজেটিভ হয়েছে, আর মারা গেছেন আরো এক ব্যক্তি। এই নিয়ে জেলায় কোভিড-১৯ এ মৃত্যের সংখ্যা দাড়ালো ২০০শ।