গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭০ জন আর এই সময়ে করোনায় মারা গেছে পাঁচ ব্যক্তি। শনাক্তের হার ৪৫.৯৫।
এদিকে সকাল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন বিধিনিষেধের প্রথম দিন। তবে শহরের তুলনা মূলক ভাবে মানুষর উপস্থিতি কম। ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। জেলা প্রশান ও পুলিশ বিভাগের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।
জেলা প্রশাসক অতুল সরকার জানান, সরকারি এই নির্দেশ বাস্তবায়নের জন্য জেলার দায়িত্বরত ম্যাজিস্ট্রেটগন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আমরা চাইছি জেলাবাসিকে করোনার হাত থেকে নিরাপদে রাখতে। এইজন্য প্রশাসনের এই কাজে সকলকেই সহযোগিতা করতে হবে। তবেই করোনা জয় করতে পারবো।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৭০। আক্রান্তের হার ৪৫.৯৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ৯৯৫জন, সুস্থ হয়েছে ১১ হাজার ১৪৭ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুই জন করোনা পজেটিভ এবং পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
নিহতরা হলো, জেলার বোয়ালমারীর আয়েশা বেগম (৬৫), রিনা বেগম (৫৫) এছাড়াও করোনা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে সবুরা বেগম (৬০), মো. জাহাঙ্গীর হোসেন (৬২) এবং রিনা পারভিন ৫০)।
হাসপাতালটির পরিচালক আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৪৪ জন।