কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪ থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ব্যাপী ইলিশ মাছ, আহরন, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের লক্ষে মা ইলিশ সংরক্ষন অভিযান সফল করার লক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপ জেলা নির্বাহী কর্মকর্তা অফরোজ শাহীন খশরুর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাক্কির আহাম্মেদ, সোনারী খাতুন আয়েয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান শহীদ খন্দকার প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলতপুর থানার মোঃ নাশির উদ্দীন। সভায় সাংবাদিক সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী উপস্তিত ছিলেন।