নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম মহাদেবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার সদর ইউনিয়নের আখেড়া উত্তরপাড়া মন্দির, দক্ষিণপাড়া মন্দির, কলেজপাড়া রঘুনাথজিউ মন্দিরসহ সদর ইউনিয়নের ২০টি মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্ডপগুলোর পুরোহিত, কমিটির সদস্য ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি মন্দিরে কিছু সময় কাটান ও এলাকার সমস্যার খোঁজখবর নেন।
এমপি বলেন, মহাদেবপুরের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে ভাষ্মর। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ শারদীয় দূর্গোৎসবে একে অপরের সহযোগী হয়েছেন। সম্প্রীতির এ ভ্রাতৃত্ব যে কোন মূল্যে বজায় রাখতে হবে। এবার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৫৮টি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। সরকারীভাবে প্রতিটি মন্ডপে ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি মন্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ভিডিপি ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, উপজেলা যুবলীগ আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরী, সাধারন সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রমুখ এমপির সঙ্গে ছিলেন।