কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালগুদের মন্দির, মন্ডপ, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, খুন, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সামনের মুজিব সড়কে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, আবু সুফিয়ান চৌধুরী কুশল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনেআরা বেগম, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর, উদীচীর রেজাউল করিম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শওকত আলী জাহিদ. খেলাঘরের আলতাফ মাহমুদ, নারী নেত্রী আসমা আসমা আক্তার মুক্তা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন প্রমুখ।
সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, এ পরিকল্পিত হামলা সংখ্যালঘুদের ওপর নয়, অসম্প্রদায়িক বাংলাদেশের মূল চেতনায় আঘাত হানা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাঁতি হিসেবে বাঙালি একটি অসম্প্রদায়িক আধুনিক প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। কিন্তু উগ্র স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তি বার বার সেই রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তানে পরিণত করার চেষ্টা করছে।সুতরাং শান্তিপ্রিয় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে অসম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে হবে।