পঞ্চগড়ের বোদায় ৩দিন ব্যাপী তাবলীগ জামাতের( সাদ পন্থী) স্থানীয় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজ থেকে ইজতেমা মাঠে স্থানীয় মানুষের ঢল নামে। আখেরী মুনাজাতে গুনা মাফের ও মনঃস্কামানা পুর্ণের জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। দেশ-বিদেশের মুসল্লিদের সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা হতে সাদপন্থী তাবলীগ জামাতের অনুসারীরা ইজতেমায় অংশগ্রহণ করেন। রোববার দুপুর ১২ টায় আখেরী মুনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমা কমিটির সমন্বয়ক মকবুলার রহমান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোক্তার আলী। উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীর ঘেষা আউলিয়ার ঘাট রাঙ্গামাটি এলাকায় মনোরম পরিবেশে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছিল। ইজতেমা মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।