‘আমি খাবার খেতে ও মানুষকে রান্না করে খাওয়াতে পছন্দ করি। যে কারণে বন্ধুদের পরামর্শে শুরু করলাম সাফা’স কিচেন।’ সম্প্রতি শুরু করা খাবার সরবরাহের সিস্টেম সাফা’স কিচেন প্রসঙ্গে এভাবেই বললেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। ই-কমার্স প্ল্যাটফর্ম মানচিজ-এর মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে তার রান্না করা খাবার। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত এসব খাবার সরবরাহ করা হয়। সাফা জানান, ‘এখন পর্যন্ত দারুণ সাড়া পাচ্ছি। আর ভালোবাসা দিবসে থাকছে বিশেষ অফার।’ ভবিষ্যতে ক্যাফেটেরিয়া দেওয়ার ইচ্ছে আছে বলে জানালেন সাফা। তিনি বলেন, ‘অনেকেই রেস্টুরেন্ট দেওয়ার কথা বলছে। কিন্তু সে সময় আমার নেই। তবে ভবিষ্যতে একটি ক্যাফেটেরিয়া দেওয়ার ইচ্ছে আছে।’ সাফার একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে প্রতি শীতে তিনি ‘লুকবুক’ শিরোনামের ভিডিও আপলোড করেন। এসবে শীতের রকমারি পোশাকে নিজেকে তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘শীত আমার প্রিয় ঋতু। গত কয়েক বছর ধরে প্রতি শীতে লুকবুক প্রকাশ করছি। ইচ্ছে আছে গ্রীষ্মেও করব।’ ইউটিউবে রান্নার রেসিপি দিয়ে সাড়া পেয়েছিলেন সাফা। এখন সময়ের অভাবে নতুন ভিডিও প্রকাশ করা হচ্ছে না। সাফা ব্যাখ্যা দিলেন, ‘এখন ব্র্যান্ডের ভিডিও করতে হয়। সে জন্য নিজের চ্যানেলের কাজ করার সময় হয় না। তবে ভালোবাসা দিবসের পর ব্যস্ততা কমলে নতুন কনটেন্ট বানানোর ইচ্ছে আছে।’ সাফা ফের শুরু করেছেন নাটকের শুটিং। তিনি বলেন, ‘ঠান্ডা ও করোনার জন্য কয়েকদিন ছুটি কাটিয়েছি। এখন ভালোবাসা দিবসের কাজ করছি। তিনটি নাটকের কাজ করা হবে।’ সম্প্রতি সাফাকে দেখা গেছে শংখ দাশগুপ্ত পরিচালিত ‘বলি’ ওয়েব সিরিজে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তাকে নিয়ে ভিন্নধারার কাজের আগ্রহ বেড়েছে অনেকের। সাফা বলেন, ‘ওয়েব সিরিজ ‘বলি’ দেখার পর গুণী মানুষদের সাধুবাদ পেয়েছি। সামনে একটি বড় প্রজেক্ট আছে। সেখানে আমাকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবেন নির্মাতা।