প্রস্তাবিত ব্যাটারিচালিত থ্রি হুইলারের খসড়া নীতিমালা, লাইসেন্স প্রদানসহ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকসা রাখার স্ট্যান্ড নির্ধারন, অযথা শ্রমিক হয়রানী ও নির্যাতন বন্ধসহ চারদফা দাবী আদায়ের লক্ষ্যে কয়েকশ’ রিকসা ও ইজিবাইক শ্রমিকরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে কয়েকশ’ শ্রমিকরা জড়ো হন। ব্যাটারিচালিত রিকসা-ভ্যান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহবানে এ কর্মসূচি পালন করা হয়। পরিষদের সভাপতি মানিক হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের বিভাগীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিটন, বাসদের জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, শ্রমিক নেতা দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, বিজন সিকদার, নিলিমা জাহান প্রমুখ। ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।