সারাদেশের ন্যায় শনিবার সকালে বরিশাল পুলিশ লাইন্সে ২১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। এরপর প্রশাসন, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে এবং বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বদ্ধভূমিতে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে পুস্পার্ঘ্য অর্পন শেষে নগরীতে আনন্দ র্যালী বের করা হয়। দিবসটিকে ঘিরে জেলা প্রশাসন, বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা দাশগুপ্ত আশিষ কুমার।