বন্দুক, হাতবোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী কবির মৃধা (৪৫) ওরফে বোমা কবিরকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। শনিবার দুপুরে ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতর কাছ থেকে একটি একনালা বন্দুক, সাতটি হাতবোমা এবং বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, কবির মৃধা বোমা তৈরীর কারিগর। সে বোমা তৈরী করে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃত কবির মৃধা গৌরনদীর বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে। শনিবার দুপুরে গৌরনদী মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন র্যাব-৮ এর ডিএডি সাইফুল ইসলাম।