হিজলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণায় ছিলেন না আওয়ামীলীগ। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বুকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থাকলেও, উপস্থিত ছিলেন কোন রাজনৈতিক দল কিংবা কোন নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে না থাকায় অনন্তোষ প্রকাশ করেছেন কতিপয় মুক্তিযোদ্ধা। সংবর্ধণায় উপজেলার ৬টি ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে শুধু উপস্থিত ছিলেন মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার। বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় সাংসদ পংকজ নাথ’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, অফিসার ইনচার্জ হিজলা থানা, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে উপজেলা প্রশাসন। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপুর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক ভাবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা নেইম ফলকে পুষ্পস্তবক অর্পন করে ত্রি-দলে বিভক্ত বিএনপি। জেলা উত্তর বিএনপি’র সভাপতি দেওয়ান মোঃ শহীদ উল্লাল গ্রুপে মেজবাহ উদ্দিন অপু চৌধুরী, আলী আহাম্মদ হাওলাদার, এ্যাড, নুরুল আলম রাজু, সোলাইমান মোল্লা ও আফসার উদ্দিন হাওলাদার এর নেতৃত্বে ১টি দল, উপজেলা বিএনপি. সভাপতি আঃ গাফ্ফার তালুকদারের নেতৃত্বে ১টি দল ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেওয়ান মনির হোসেন এর নেতৃত্বে ১টি দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।