কিশোরগঞ্জের কুলিয়ারচর কৃষি উন্নয়ন কর্পোরেশন (সওকা) অধিদপ্তরের অধীনে রোববার দুপুর ১২ টার দিকে বি.এ.ডিসির সহকারী প্রকৌশলী আনন্দ বর্মনের সভাপতিত্বে কুলিয়ারচর, বাজিতপুর, নিকলী,কটিয়াদী ৪০ জন কৃষককে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুবাইয়াৎ ফেরদৌসী। উদ্বোধন শেষে প্রশিক্ষকগন সেনিপা পদ্ধতির পরিচিতি, মাঠ পর্যায়ে সেচ যন্ত্র স্থাপনের নীতিমালা, সেচের সুবিধার্থে খা পুনঃ খননের সুবিধা, বাড়িতে পাইপ ও সেচনালা ব্যবহারের সুবিধা, সেচযন্ত্র সংক্রান্ত কোন্দল নিরসনের উপায়, জলাবদ্ধতা দূরিকরণ ও ফসল পারাপারে ওয়াটার পাস,ক্যাটাল ক্রসিং ও পাইপ কালভার্টের ব্যবহার, সেচ কার্ডে হাইড্রোলিক স্ট্রাকচার নির্মানের সুফল, কৃষকের সেচের দক্ষতা বৃদ্ধি ও খরচ হ্রাসের উপায় ফসলের সার কীটনাশকের ব্যবহার, সেচযন্ত্র মেরামত ও দক্ষভাবে পরিচালনা পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ কালে প্রশিক্ষকরা কৃষকদেরকে এসব পদ্ধতি ব্যবহার করার জন্য বলেন। উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরে আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মন, উপ-সহকারী প্রকৌশলী তারা মিয়া ও রাকিবুল হাসান। পরে ৪০ জন কৃষককে উন্নতমানের আমের চারা বিতরণ করে।