কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটিস, ডায়াবেটিস ও কিডনি রোগ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর এ আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবীর কাউছার, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও এসএম দীপন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানেটারী ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর মোস্তুফা কামাল প্রমুখ।
কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইটস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ করা হয়। এছাড়াও যে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।