মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সরকারি বিকেবি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, সার্ভেয়ার মো. আবু হানিফ প্রমুখ।