পাবনায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীয়তার মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে।
এ উপলক্ষে রোববার (১৭এপ্রিল) সকাল সাড়ে আটটায় পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে ইস্টার সানডের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের যাজক ইসাহাক সরকার। এর আগে ভোরে পাবনা খ্রীস্টান কবরস্থানে অনুষ্ঠিত হয় প্রার্থনা।
এছাড়াও এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খ্রীস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করার তিনদিন পরে এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্ট পূনরুত্থিত হয়েছিলেন। সেই থেকে খ্রীস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে ইস্টার সানডে বা পূনরুত্থান হিসাবে পালন করে আসছে।