আইন বিচারও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশের কিছু ভালো হোক বিএনপি কখনো তা চাই না। এইজন্য তাদের এত হিংসা। আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা ওনাদের সহ্য হচ্ছে না। সেই জন্যই তারা অপ্রচার করছে। আমি বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো এই অপ্রচারে কান না দিতে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে পদ্মা সেতু হচ্ছে বিএনপির গায়ে জ¦ালা হচ্ছে না। আমাদের জ¦ালা হচ্ছে তারা পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে সম্পদ গড়ে চলছে। এমন মন্তব্যের জবাবে (২৭ মে) শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে সাংবাদিতদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যারা ওই প্রকল্পের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত আছে এবং যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো যদি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমান.উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামীলগ নেতা মো: মনির হোসেন, উত্তর ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ। এরআগে তিনি রেলপথে ট্রেন যোগে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানায়। পরিদর্শন শেষে সড়ক পদে তিনি কসবায় চলে যান।