লিভারপুলের কাছে গত মাসে মার্সিসাইড ডার্বিতে পরাজয়ের পর রেফারিং নিয়ে বেফাঁস মন্তব্য করায় এভারটনের ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ডকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। এন্থনি গর্ডনকে ফাউলের বিপরীতে এভাটরন পেনাল্টির আবেদন করলে রেফারি স্টুয়ার্ট এ্যাটওয়েল তাতে সাড়া দেয়নি। ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় এভারটন। আর ম্যাচ শেষে ঐ পেনাল্টির রেফারেন্স টেনে ল্যাম্পার্ড রেফারির সমালোচনা করেছেন। এর আগে চলতি মাসে শুরুতে রেফারির সাথে অশোভন আচরনের জন্য ল্যাম্পার্ডে বিপক্ষে অভিযোগ এনেছিল এফএ। এক বিবৃতিতে এফএ বলেছেন, ৪৩ বছর বয়সী ল্যাম্পার্ড অভিযোগ অস্বীকার করেছে। গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ল্যাম্পার্ড এফএ আইন ইথ্রি ভঙ্গ করায় তাকে জরিমানা করা হয়েছে। জানুয়ারিতে গুডিসন পার্কের দায়িত্ব গ্রহণ করেন ল্যাম্পার্ড। এবারের মৌসুমে ১৬তম স্থানে থেকে কোনমেত রেলিগেশন এড়িয়েছে এভারটন।