নীলফামারীর সৈয়দপুর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়। আর এ ব্যাংকের দেয়ালে সাটানো আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অকুতোভয় বীর বাঙ্গালী বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি। নিয়ম অনুযায়ী পাশে প্রধানমন্ত্রীর ছবি থাকার কথা। কিন্তু বঙ্গবন্ধুর ছবির পাশে তাঁর মানসকন্যা জননেত্রী দেশরত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়ালে সাটানো হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক।
আর এ খবরটি প্রথম প্রকাশ হয় এফএনএসে। প্রকাশের পর ওইদিনেই গ্রামীণ ব্যাংক সৈয়দপুর শাখা কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃ বায়েজীদ বোস্তামী প্রধানমন্ত্রীর ছবি ব্যাংকে লাগিয়ে দেন।
তিনি বলেন গুরুত্বপুর্ণ বিষয়টি নিয়ে আমি এরিয়া ম্যানেজার স্যারের সাথে কথা বলি। তিনি মৌখিক নির্দেশ দিলে আমি তাৎক্ষনিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বঙ্গবন্ধুর ছবির পাশে লাগিয়ে দেই।
বাংলাদেশ কৃষকলীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক বলেন, আমি গ্রামীণ ব্যাংকের সকলকে অভিনন্দন জানাই। সাথে আমার বড় ভাই সাংবাদিক ওবায়দুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি সর্বপ্রথম খবরটি এফএনএসে প্রকাশ করেন।