ভারতে বিজেপি’র মুখপাত্র কর্তৃক বিশ্ব নবী হজরত মুহাম্মাদ (সা:) ও তার স্ত্রীর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে শনিবার বিকেলে সাড়ে পাঁচ’টায় উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া স্টিশন বাজার জামে মসজিদ থেকে শুরু করে একটি বিশাল বিক্ষোভ মিছিল নওয়াপাড়া শহর প্রদক্ষিন করেন। মিছিল শেষে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের সাধারন সম্পাদক মুফতী আজীমুদ্দিন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সভাপতি মুফতী সরওয়ার হুসাইন। সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, মুফতী মাসুম বিল্লাহ্ এইচ এম মহসিন শেখ, সহ সভাপতি মাওলানা আবদুল আজিজ, যুগ্ন সম্পাদক মুফতী আশরাফ সাঈদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতী সাইফুল ইসলাম মাসেমী, প্রচার সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, টেলিভিশন বিতর্কে ভারতের বিজেপি সরকারের মূখপাত্র নূপূর শর্মা ও দলীও নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী(স:) ও তার স্ত্রী হযরত আয়েশা(রা:) নিয়ে অবমাননাকর কটূক্তি করায় বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরন ঘটিযেছে। বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোন ভাবেই মেনে নেয়া যাবেনা। মুসলমানরা তাদের নবী করিম(স:)কে তাদের জীবনের চেয়েও বেশী ভালবাসে। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুন্ঠিত হবো না। বক্তারা আরও বলেন, আমাদের উচিত ভারতের সকল পন্য বর্জন করা এবং সরকারের উচিত ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো। এবং চলমান জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয় নিন্দা প্রস্তাব উত্থাপন করা।