ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করা গরুর মাংসসহ মোঃ কায়কোবাদ (৪৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে পৌরশহরের লালবাজার এলাকার মাংস বিক্রেতা এরশাদ মিয়ার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।আটক কায়কোবাদ উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের মৃত আবদুল আজিজ মিয়ার ছেলে ও আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভ’ঁইয়ার ভাতিজা।
পুলিশ জানায়, গভীররাতে একটি রক্তমাখা অটোরিকশা বাজারে প্রবেশ করতে দেখে টহল পুলিশের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ বাজারের নৈশ প্রহরীর মাধ্যমে অটোরিকশাটির অবস্থান শনাক্ত করে মাংস বিক্রেতা এরশাদ মিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ মিয়াসহ কয়েকজন পালিয়ে গেলেও চুরি করা গরুর জবাইকৃত মাংসসহ কায়কোবাদকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ গরু জবাইয়ের যন্ত্রপাতি ও তার ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করে।
পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, রোববার দিবাগত রাত ১ টার দিকে কায়কোবাদসহ তার সঙ্গীরা পাশ্ববর্তী বড় কুড়িপাইকা গ্রামের হাজী ফরিদ মাষ্টারের বাড়ির গোয়ালঘর থেকে গরুটি তারা চুরি করে। পরে মাষ্টারের প্রতিবেশী জমশিদ মিয়ার বসত ঘরে নিয়ে রাতেই গরুটি জবাই করে। ভোররাতে জবাইকৃত মাংস বিক্রি করতে এরশাদ মিয়ার বাড়িতে নিয়ে আসে।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বলেন, আটক কায়কোবাদের বিরুদ্ধে চুরিসহ চারটি মামলা রয়েছে। গরু চুরির ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।