ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি শনিবার(২২জুলাই)বিকেলে উদ্বোধন করেছেন স্থানীয় এমপি মো.এবাদুল করিম বুলবুল, এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. শাহ আলম,জেলা সিভিল সার্জন ডা.মো.একরামুল উল্লাহ,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ডা. হাবিবুর রহমান।
পরে জিনদপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে উপ-স্বাস্থ্য কেন্দেও সামনের মাঠে জিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি বলেন, গঠনতন্ত্র মোতাবেক নবীনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হলে আমার সমর্থন থাকবে সবার আগে। দলীয় মনোনয়ন দিবে নেত্রী, এ নিয়ে আপনারা বিরোধ তৈরি করবেন না।
স্বাগত বক্তব্যে দিতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল বলেন,কমিটি হবে সবার মতামতের ভিত্তিতে ও গঠনতন্ত্র মোতাবেক, আমাদের মাঝে কিছু ব্যাপারী আছে,মধ্যসদ্য ভোগী,এসব ব্যাপারীদের ব্যাবসা ভালো হবে যদি আমাদের ভিতরে দন্ধ হয়। দয়া করে আপনরা ঐক্যবদ্ধ থাকবেন, নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে এক সাথে কাজ করবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোলাম শাহরিয়ার বাদল,এডভোকেট শিব শংকর দাস,মনিরুজ্জামান মনির, মোস্তফা জামাল, জাকির হোসেন সাদেক, শিউলী রহমান, মোশারফ হোসেন সরকার, ভিপি আবদুর রহমান,নাছির উদ্দিন,রবিউল্লাহ রবিসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা।