সারাদেশের ন্যায় তেরখাদায়ও গতকাল দুপুর ২টায় উপজেলা আলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা আলীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালীভোজের অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ আবদুস সালাম মূর্শেদী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আলীগের সদস্য এ্যাড মোস্তাফিজুর রহমান কালু, উপজেলা আলীগের সাবেক সেক্রেটারী বদরুল আলম বাদশা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, খুলনা জেলা মহিলা আলীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, উপজেলা যুবলীগের সভাপতি এফএম মফিজুল ইসলাম ও সেক্রেটারী আবদুল কাদের, উপজেলা কৃষকলীগের সভাপতি নাজমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনিসুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আলীগ নেতা ফরিদ আহমেদ, শেখ রাজা মিয়া, বাছিতুল হাবিব প্রিন্স, জয়নাব বেগম, আনজুয়ারা সুমি, সামিরা বেগম, লিমা খানম, তাহেরা নয়ন, জিয়াউর রহমান, জনাব আলী, শওকত মোল্যা, হাজী মকবুল হোসেন, চৌধুরী আবুল খায়ের, আরিফুজ্জামান অরুন, অহিদুজ্জামান ফরিদসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা আলীগের সেক্রেটারী কেএম আলমগীর।
উল্লেখ্য এর আগে সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেসনের উদ্যোগে ইখড়ি দাখিল মাদরাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইসলামিক ফাউন্ডেসনের সুপারভাইজার মহাসিন আক্তারসহ ইসলামিক ফাউন্ডেসনের সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা আব্বাস আলী।
পরবর্তীতে সকাল ১১টায় পপুলার লাইফ ইন্সুরেন্স আল আমিন বীমা প্রকল্পের উদ্যোগে সংগঠনের ইনচার্জ মোল্যা সেলিম আহমেদের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালীভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কোম্পানীর প্রকল্প পরিচালক খুলনা বিভাগের সমন্বয়কারী সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, বিভাগীয় ইনচার্জ এইচ এম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এজিএম আব্দুুল আজিজ, হাফেজ আনোরুল ইসলাম, আবদুল হান্নান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন এজিএম কামরুজ্জমান।
উল্লেখ্য এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু চত্ত্বরে পুষ্পমাল্য অর্পন ও হল রুমে নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি। এ সময় উপজেলার সকল দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।