দূর্গা পূজার প্রারম্ভিকে মহা ষষ্ঠীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্যতম সদস্য, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল হাটহাজারী উপজেলার সর্বমোট ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন ও স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বিভিন্ন মন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেন৷ এছাড়াও আওয়ামী লীগের নির্দেশনা সকলের কাছে পৌঁছে দেন বিশেষ করে পূজা মন্ডপ গুলোতে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মন্ডপস্থলে অবস্থান ও প্রয়োজনে পাহারার ব্যবস্থার কথাও বলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় শারদীয় দূর্গা পূজা একটি মহামিলনোৎসব! এখানে আবহমানকাল থেকে একসঙ্গে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র্য অটুট থাকুক আমাদের মাঝে। সকল আনন্দ-বেদনায় আমরা যেন একে অন্যের পাশেই থাকতে পারি"।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন ও সকলকে প্রার্থনা করতে অনুরোধ করেন। তরুণ এই আওয়ামী লীগ নেতার সাথে উপস্থিত ছিলেন
স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ রাশেদুল আলম জিসান, সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক এস এম মহিন উদ্দিন, ইয়ুথ ফর,বিল্ডিং বেটার বাংলাদেশের ভলান্টিয়ার আমিনুল ইসলাম রুবেল, সাজ্জাদ, বেলাল, মিশু, জিয়া, আরাফাত, ঈশান, আব্বাস, হ্দৃয়, রবি, রকিব, সাজিদ, রোকন, তাহের সহ আরো অনেকে।
উল্লেখ্য দুর্গাপুজার আজ মহা ষষ্ঠী! হিন্দু শাস্ত্র অনুযায়ী ষষ্ঠীতে মায়ের বোধন, অদিবাস,এর মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুরু হয়ে থাকে এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, এর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে।