নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে কেএম সাখাওয়াত শাহী প্লাবন ও সাংগঠনিক সম্পাদক পদে মিলন হোসেন নির্বাচিত হন।
শনিবার বিকেল ৪টায় মান্দা সদর ইউনিয়নের নবগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবদুল ওহাব হীরা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজা-উদ-দৌলা প্রামাণিক বিপ্লব।
মান্দা সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রকিবুল ইসলাম কাজলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা মাহবুব বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, সাবেক দপ্তর সম্পাদক আবদুল জব্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ কুমার কু-ু, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, নওগাঁ সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাড. ফজলে মাহমুদ চাঁদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাহমুদ বুলেট প্রমূখ।
সন্ধ্যার পরে দ্বিতীয় অধিবেশনে আলমগীর হোসেনকে সভাপতি, কেএম সাখাওয়াত শাহী প্লাবনকে সাধারণ সম্পাদক ও মিলন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট মান্দা সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।